প্রাথমিক শিক্ষা পদক ২০২২

কাউনিয়ায় উপজেলা পর্যায়ে ১১ জন শ্রেষ্ঠ নির্বাচিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৭ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১০:৪৯

প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তিতে রংপুরের কাউনিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, বিদ্যালয়, ব্যাক্তি প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী ১১ জন নির্বাচিত হয়েছেন।

কাউনিয়ায় উপজেলা শিক্ষা অফসার ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি ২০২২ মোঃ আব্দুল হামিদ সরকার জানান, কাউনিয়া উপজেলায় শ্রেষ্ঠা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুস সালাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন একেএম বাসার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মোছাঃ আশফিকা বুলবুল পেস্তা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবুল খায়ের মোঃ ময়নুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা  মাহাবুবা খাতুন, শ্রেষ্ঠ কাব শিক্ষক শিপুন আক্তার, শ্রেষ্ঠ কর্মচারী মোঃ ময়েন উদ্দিন, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মোঃ আনছার আলী, শ্রেষ্ঠ এসএসসি মোঃ মোস্তাফিজার রহমান সুজন, ঝরে পড়ার হার কমাতে সক্ষম বিদ্যালয় খোর্দ্দভূতছাড়া সঃপ্রাঃবিঃ প্রধান শিক্ষক মোছাঃ শাহানা বেগম। উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি ২০২২ তাহমিনা তারিন জানান, কাউনিয়ায় নির্বাচিতদের আগামী ২২ সেপ্টেম্বর রংপুরে জেলা পর্যায়ে নির্বাচন হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত