কৃষকের মুখে হাসির ঝিলিক

কাউনিয়ায় আলুর বাম্পার ফলন, দাম পেয়ে বেজায় খুশি কৃষক

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১২:৪৩ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৫:২৯

তিস্তা নদীর জেগে উঠা চরে যেন সাদা লাল সোনা ফলেছে। ধু-ধু বালু চরে সবুজের সমারোহ। গত মৌসুমের ক্ষতি পুষিয়ে নিতে বুক ভরা আশা নিয়ে কাউনিয়ার চাষীরা আলু চাষ করে বাম্পার ফলন পেয়েছে। চলতি মৌসুমে আলুর দাম পওয়ায় কৃষকরা বেজায় খুশি। বর্তমানে তিস্তার চরা লসহ বিভিন্ন গ্রামে আলুর কাটমারাই উৎসব চলছে। চাষিদের পাশাপাশি গৃহিনী-বধুরাও এ কাজে সহায়তা করছে। 

সরেজমিনে তিস্তা নদীর জেগে উঠা চরসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে আলু তোলার উৎসব শুরু হয়েছে। মদামুদন গ্রামের কৃষক নাজিম উদ্দিন ৯০ দোন জমিতে আলু রোপন করে বাম্পার ফলন পেয়েছে। সে জানায় তার উৎপাদিত আলু ঢাকায় যাচ্ছে। আলু প্রতি বস্তা ১২ থেকে ১৫শ টাকা দরে বিক্রি হয়েছে। কাচু আলু টারী গ্রামের আঃ রাজ্জাক ৭০ দোন জমিতে আলু চাষ করে বাম্পার ফলন পেয়েছে। তারা জানান আলুর সমস্যা হচ্ছে ভালমানের বীজ, রাস্তা খারাপ হওয়ায় পরিবহন খরচ বেশী, ভাল মানের ঔষধ পাওয়া যায় না। এবার আলু চাষ করে গত বছরের ক্ষতি কিছুটা কাটিয়ে উঠেছি। নাজিরদহ গ্রামের আলু চাষী মোকছেদুর রহমান ও আঃ আজিজ জানান, গত বছর আলুর তেমন দাম পাইনি এবছর কিছুটা ভাল দাম পেয়েছি। এবারো গ্রান্যুলা, কুপড়ি, ডায়মন্ড, দেশী জাতের শিলবিলাতী আলু লাগাছি। তিনি আরো জানান, গত মৌসুমের তুলনায় এবছর আলুর বাজার ভাল, বীজ বিক্রেতা তাজরুল ইসলাম জানান উপজেলায় আলুর ভাল বীজের বেশ অভাব। খারাপ বীজের কারনে চাষিরা অনেক সময় বেশী ক্ষতিগ্রস্থ হয়। 

উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, উপজেলায় ৪৭১০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে, চাষ হয়েছে ৪৭৫০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১৩১১৩৯ মেঃ টন, হেক্টরে ২৭.৮ মেঃটন। আশা করছি লক্ষ্যমাত্রার চেয়ে বেশী উৎপাদন হবে। এ উপজেলায় উপশি জাতের কার্ডিনাল, এষ্টাডিক্স, ডায়মন্ড, গ্যান্ডউলা, লরা, লেডি রোজিটা, করেজ, কুপড়ি সিন্দুরী এবং দেশী জাতের পাকরি, ঝাউ, শিলবিলাতি, দেশী সাদা, ইন্দুরশাল আলু চাষ হয়েছে। চলতি মৌসুমে তিস্তার জেগে উঠা চরে সবচেয়ে ভাল ফলন হয়েছে। কৃষকরা দামও পাচ্ছে ভাল। কাউনিয়ার আলু ঢাকা চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলাসহ বিদেশে যাচ্ছে। এ উপজেলায় চর এলাকায় আলুর চাষ বেশী হয়। সব মিলিয়ে কাউনিয়া উপজেলায় আলু উত্তোলনের উৎসব শুরু হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত