কাউনিয়ায় অটো মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৫ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৩১
কাউনিয়া উপজেলার টেপামধুপুর রোড অটো মালিক ও শ্রমিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার বিকালে শুরু হয়। সকালে বাসস্ট্যান্ডে সমিতি কার্যালয়ে নির্বাচনের উদ্বোধন করেন, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিলদার আলী, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মুশি, স্বেচ্ছা সেবকলীগ নেতা শামীম হোসেন, বালাপাড়া ইউনিয়ন কৃষকলীগ সম্পাদক আবু তাহের প্রমুখ। নির্বাচনে সভাপতি পদে আশরাফুল ইসলাম দুদু, নজরুল ইসলাম, মোতালেব হোসেন, সাধারন সম্পাদক পদে জহুরুল ইসলাম, সাইফুল ইসলাম, সহ সভাপতি পদে দুইজন প্রতিদ›দ্বীতা করছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিলদার আলী, সদস্য সচিব দায়িত্ব পালন করছেন বজলুর রহমান রুপা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত