কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৯:১৫ | আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ২২:৩৯

কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক তৎপরতা বিষয়ে আলোচনা সভা গত শনিবার রাতে নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, সাবেক যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ। বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বসুনিয়া, সহ-সভাপতি সফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য মুজাহিদুর রহমান বসুনিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক জহুরুল হক প্রমূখ। তৃর্ণমুল পর্যায় থেকে দলের ভিত শক্তিশালী করে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়। সেই সাথে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিন্ধান্ত নেয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত