কাউনিয়ার হারাগাছে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫ |  আপডেট  : ১৮ অক্টোবর ২০২৫, ১৬:০৮

কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা রোববার রাতে ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ হলরুমে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সদস্য সচিব মোচ্ছাবের হোসেন কোয়েলের সঞ্চালনায় কর্মী সন্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন। বিশেষ বক্তা ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ, হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বসুনিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম, জয়নাল আবেদীন, ইউসুফ আলী প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভায় হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের মাঝে ফরম বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত