কাউনিয়ার হারাগাছে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১৯:০৬ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৬

কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর সভায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে হারাগাছ-রংপুর সড়কে সোমবার সন্ধ্যায় দ্রুত গামী মোটরসাইকেলের ধাক্কায় আঃ মতিন (৫৪) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। গুরুতর আহত মোটরসাইকেল চালক কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ধুমের কুঠি জয়বাংলা গ্রামের লুৎফর রহমানের পুত্র সজীব মিয়া (১৪) নামের এক মোটরসাইকেল চালক তিন বন্ধু সহ দ্রুত গতিতে যাওয়ার পথে হারাগাছ-রংপুর সড়কে হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে সোমবার সন্ধ্যায় পোদ্দার পাড়া গ্রামের আজগর আলীর পুত্র আঃ মতিন (৫৪) কে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। ওই বৃদ্ধ কে রংপৃর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে গুরুতর আহত মোটরসাইকেল চালক সজীব মিয়া কে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কা জনক। হারাগাছ মেট্রো থানার ওসি রেজাউল করিম দুর্ঘটনায় নিহতের বিষয় টি নিশ্চিত করেছেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত