কাউনিয়ার হারাগাছে ঘরের মেঝে থেকে গৃহবঁধূর গলা কাটা লাশ উদ্ধার

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪০ | আপডেট : ১২ মার্চ ২০২৫, ১০:২৫

কাউনিয়ায় বসতঘরের মেঝে থেকে বুলবুলি (৪৭) নামের এক গৃহবঁধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার চর নাজিরদহ গ্রামে।
পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার চর নাজিরদহ গ্রামের নুরুল ইসলাম সাজুর স্ত্রী বুলবুলি বেগমের গলা কাটা লাশ শনিবার সকালে ঘরের মেঝেতে পরে থাকতে দেখেন পুত্রবঁধু। তার চিৎকারে বাড়ির বাহিরে কাজে ব্যস্ত থাকা গৃহবঁধূর স্বামী সন্তানরা ছুটে এসে গৃহবঁধূ বুলবুলি বেগমের নিথর দেহ মেঝেতে পরে থাকতে দেখে সবাই কান্নায় ভেঙ্গে পড়েন। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং আলামতসহ তরিতরকারি কাটার একটি বটি উদ্ধার করে। পরিবারের লোকজন জানায় বুলবুলি মানসিক রোগী। তিনি দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভূগছে। সে তরিতরকারি কাটার বটি দিয়ে নিজের গলা নিজে গেটে আত্মহত্যা করেছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা পরে ময়নাতদন্তের রির্পোটে জানাযাবে। আইনগত প্রক্রিয়া চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত