কাউনিয়ার মীরবাগে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা !
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৫ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৮:২৭
কাউনিয়ায় কুর্শা ইউনিয়নের বাহাগিলী ধনিটারী গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে শারমিন আক্তার সেতু মনি (১২) নামের চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী ধনিটারী গ্রামের বাসিন্দা শ্রমিক মোঃ আব্দুস সামাদ ভরসার খিদরা উপেনচকি সঃ প্রাঃ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া কন্যা শারমিন আক্তার সেতু মনি গত শনিবার বিকালে সবার অজান্তে ঘরের তীরের বাঁশের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন সন্ধ্যার দিকে ঘরে গিয়ে সেতু মনি কে তীরের সঙ্গে ঝুলতে দেখেন। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এলাকাবাসীর ধারনা বাবা মা সারাদিন মোবাইল ব্যবহার না করে পড়া লেখার কথা বলায় সেই অভিমানেই হয়তো সে আত্মহত্যা করেছে। থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত