করোনাকালে ঋণ আদায়, জাগরণী চক্র ফাউন্ডেশনকে জরিমানা

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ১৯:৩৭ |  আপডেট  : ২৮ মার্চ ২০২৪, ০৩:৪৬

বাগেরহাটে করোনাকালে চাপদিয়ে ঋণ আদায়ের অপরাধে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের কচুয়া শাখাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে করোনাকালে ঋণ আদায় কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ বলেন, করোনা কালে সরকারি নির্দেশনা উপেক্ষা করে জাগরণী চক্র ফাউন্ডেশন গ্রাহকদের চাপ দিয়ে ঋণ আদায় করছিল। এই অপরাধে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ আরও বলেন, এর আগেও জাগরণী চক্র ফাউন্ডেশনের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ এসেছিল। আমরা জাগরণী চক্র ফাউন্ডেশনের বাধাল শাখাসহ কয়েকটি এনজিও‘র বিভিন্ন শাখাকে সতর্ক করেছিলাম।কোন এনজিও যদি কিস্তির জন্য ঋণ গ্রহিতাদের চাপ প্রদান করে তাহলে আমাদেরকে জানাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিদেরও বলা হয়েছে। কোন এনজিও‘র বিরুদ্ধে এ ধরণের অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত