কবি রেজাউদ্দিন স্টালিনের ৬০ তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজন

  প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ১০:৩৪ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ২১:২০

২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার তারুণ্যের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের ৬০ তম জন্মদিন উপলক্ষ্যে ম্যাজিক লণ্ঠন, পারফর্মি আর্ট সেন্টার, কণ্ঠস্বর প্রকাশন ও মনন সাহিত্য পরিষদের উদ্যোগে সন্ধ্যা ৬টায় পরীবাগস্থ সংস্কৃতি বিকাশকেন্দ্রে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ইব্রাহিম  কার্ডিয়াকের নির্বাহী প্রধান প্রফেসর ডা.এম এ রশীদ।প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট লেখক- বুদ্ধিজীবী।

প্রফেসর আবুল কাসেম ফজলুল হক। বিশেষ আমন্ত্রিত অতিথি থাকবেন পশ্চিম বঙ্গের প্রখ্যাত কবি,আকাদেমির সভাপতি সুবোধ সরকার। সম্মানিত অতিথি থাকবেন বিটিআরসির চেয়ারম্যান জনাব শ্যামসুন্দর সিকদার,আকিজ গ্রুপের  ব্যবস্হাপনা পরিচালক বিপনন ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর,অধ্যাপক নিরজ্ঞন অধিকারী,কবি জাহিদুল হক,কবি মতিন বৈরাগী,কবি মাহবুব হাসান, চ্যানেল আই এর ব্যবস্হাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর,কবি মোহন রায়হান,কবি মনজুরুর রহমান,বিএ ডিসির চেয়ারম্যান সচিব।

এ এফ এম হায়াতুল্লাহ এবং অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ওয়াহিদা বাণু।আলচনায় থাকবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি সৌমিত বসু, শাহীন রেজা,  সৈয়দ রনো ও বিশিষ্ট কবি সাহিত্যিকবৃন্দ। অনুষ্ঠানে সঙ্গীত ও আবৃত্তিতে অংশ নেবেন খ্যাতিমান শিল্পী ও আবৃত্তিকারবৃন্দ।

রেজাউদ্দিন স্টালিন বাংলাভাষার বিখ্যাত কবি। জন্ম ১৯৬২ সালের২২নভেম্বর। বৃহত্তর যশোর জেলার নলভাঙ্গা গ্রামে। গ্রন্থের সংখ্যা শতাধিক। বাংলা একাডেমিসহ দেশি-বিদেশি বহু পুরস্কারে ভূষিত।  তার কবিতা বিশ্বের ৪২ টি ভাষায় অনূদিত হয়েছে।

কবিতার পাশাপাশি তিনি একজন সফল মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে  প্রতিষ্ঠিত। সমাজের বিভিন্ন বিষয়ে তার মৌলিক চিন্তা আমাদের আলো দেয়। তিনি জাদুবাস্তবতা, প্রতিকবিতা ও পরাস্বপ্নের মিশেলে তৈরি করেছেন। নিজস্ব কবিতার ভূবন।পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে তার কবিতা নতুন চিন্তার ধারাভাষ্য। রেজাউদ্দিন স্টালিন এখন বাংলা কবিতার আন্তর্জাতিক কণ্ঠস্বর।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত