কনটেন্ট ক্রিয়েটরের রহস্যজনক মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:২১ |  আপডেট  : ২৭ এপ্রিল ২০২৫, ১৯:০৮

২৪ বছর বয়সেই মারা গেলেন ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা আগারওয়াল।

তার পরিবার জানিয়েছে, গত ২৪ এপ্রিল মৃত্যু হয়েছে তার। এরপর ২৫ এপ্রিল মিশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে। তার প্রয়াণের খবর প্রকাশ হতেই এমন আচমকা শোকস্তব্ধ অনুসারীরা।

সামাজিক মাধ্যমে মিশার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা সাড়ে তিন লাখেরও বেশি। মূলত কমেডি ভিডিও নির্মাণের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন মিশা। তার প্রায় প্রতিটি ভিডিওই ভাইরাল হয়ে উঠত মুহূর্তের মধ্যে।

২৬ এপ্রিল ছিল মিশার জন্মদিন। বেঁচে থাকলে ২৫ বছরে পা দিতেন তিনি। তার আগেই, জীবনের পথচলা থেমে গেল এই তরুণ প্রতিভার। মিশার বাবা-মা একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর জানান।

ইনস্টাগ্রামে প্রকাশিত ওই বিবৃতিতে তারা লেখেন, 'ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আপনাদের প্রিয় মিশা আগারওয়াল আর আমাদের মধ্যে নেই। আপনারা যেভাবে মিশাকে ভালোবেসেছেন ও সমর্থন করেছেন, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। বাবা-মা হিসেবে আমরা মিশার জন্য গর্বিত। অনুরোধ, মিশাকে আপনাদের স্মৃতিতে জায়গা দিন।

তবে মিশার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি। কীভাবে তার মৃত্যু ঘটল, তা ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। এই অকালপ্রয়াণে সামাজিক মাধ্যমেও ভেসে উঠছে শোকবার্তা।

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত