কত টাকায় বিক্রি হলো ই-ভ্যালির রেঞ্জ রোভার

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৪ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২

বিলাসবহুল ২ কোটি ৬৫ লাখ টাকা দামের রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ি বিক্রির জন্য নিলাম শুরু করেছে ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদ। এর মধ্যে বিক্রি হয়েছে রেঞ্জ রোভারটি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম শুরু হয়। নিলামে অংশ নিয়েছেন ১২৬ জন সম্ভাব্য ক্রেতা। নিলামে রেঞ্জ রোভার গাড়িটির জন্য ১৫ জন দর হাঁকান। এর মধ্যে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি সর্বোচ্চ ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা  দিয়ে গাড়িটি কিনে নেন। নিলামের শুরুতে গাড়িটির ন্যূনতম নিলাম দর ১ কোটি ৬০ লাখ টাকা ধরা হয়।

নিলামে ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি দর হাকিয়েছেন ১৫ জন। এর মধ্যে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার সর্বোচ্চ দর হাকিয়ে গাড়িটি কিনে নেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি। নিলামের শুরুতে গাড়িটির ন্যূনতম নিলাম দর এক কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছিল। ২০২০ সালের রেজিস্ট্রেশন করা গাড়ি এটি।

নিলামে বিক্রি হওয়ার গাড়ির ২০ শতাংশ মূল্য এবং শতাংশ ট্যাক্স তৎক্ষনাৎ পরিশোধ করতে হবে। বাকি অর্থ আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে দেয়া যাবে। পরিশোধিত ট্যাক্সের অর্থ পরবর্তীতে সমন্বয় করা হবে। ইভ্যাালির কোনো গাড়ি অবৈধভাবে আটকে রাখলে- রোববাররে মধ্যে সেগুলো ফেরত দেয়ার আহ্বান জানান বোর্ড চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। নতুনা আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত