কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

  কাজী সাব্বির আহমেদ দীপু মুন্সীগঞ্জ

প্রকাশ: ৩ জুলাই ২০২১, ২০:৫১ |  আপডেট  : ১৯ নভেম্বর ২০২৪, ০৩:০৮

দেশব্যাপী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সাত দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন শবিার কঠোর লগডাউন বাস্তবায়নে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা ঢাকা-মাওয়া এক্সপেসওয়ের শ্রীনগরের ছনবাড়ী, সিরাজদীখানের নিমতলা ও লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাট এলাকা। গত দুই দিনের মতো শনিবারও দিনভর ঢাকা-মাওয়া এ·পেসওয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশ কড়াকড়ি আরোপ করেছে। শ্রীনগরের সমষপুর ও ছনবাড়ি ফ্লাইওভারের সার্ভিস লেনসহ মূল লেনে পুলিশ তাদের গাড়ি আড়াআড়ি ভাবে রেখে বন্ধ করে রেখেছে। এছাড়া হাঁসাড়া,ষোলঘর ও বাইপাস মোড়ে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী লক্ষ্য করা গেছে। তাই এ·প্রেসওয়েতে নিষেধাজ্ঞার আওতার বাইরে কোন গাড়ি চোখে পড়েনি। তবে এ·পেসওয়ের দুই পাশে অনেককে বিনা বাধায় পায়ে হেঁটে গন্তব্যে চলাচল করতে দেখা গেছে। এ·প্রেসওয়ে ছাড়া শাখা রাস্তাগুলোতে অটোরি·া ও অন্যান্য যানবাহনের সংখ্যাও অনেক কম।

অন্যদিকে লকডাউনের তৃতীয় দিনে মুন্সীগঞ্জ শহর ও উপজেলা শহরগুলোতে জরুরি সেবাদানকারী দোকানপাট ছাড়া সকল দোকানপাট-মার্কেট বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ রুটে সিএনজি-অটোরিকশা চলাচল করছে না। শনিবার মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়া, মুক্তারপুর ও সুপারমার্কেট এলাকায় সদর থানার পুলিশ সদস্যরা কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছেন। একই সময়ে জেলা শহরের সেনাবাহিনীর টহল চলছে। আইন-শৃক্সখলা র¶াকারী বাহিনীর সদস্যরা সড়কে বের হওয়া মানুষজন উপযুক্ত কারণ দেখাতে র্ব্যথ হলে তাদের ফেরত পাঠানো হচ্ছে। অপরদিকে মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জগামী সকল ল  চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। মুন্সীগঞ্জ থেকে ঢাকাগামী কোনো বাস চলছে না। বন্ধ রয়েছে সিএনজিসহ ছোট ছোট যানবাহন চলাচলও। মুক্তারপুর সেতুতে আইন-শৃক্সখলা বাহিনীর চেকপোস্টে কঠোর নজরদারিতে রয়েছে পুলিশ সদস্যরা। 

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে মোতায়েনকৃত ৩ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি এবং র‍্যাব সদস্যরা কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করছে। 

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবনাথ জানান, লকডাউনের আওতায় সরকারি প্রজ্ঞাপন বাস্তবায়নে ঢাকা-মাওয়া এ·প্রেসওয়ের সিরাজদিখানের নিমতলি ও শিমুলিয়া ফেরিঘাটে এলাকাসহ জেলার ১৭টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে বিজিবি ও পুলিশ সদস্যরা নজরদারি চালাচ্ছে। এছাড়াও প্রতিটি থানায় গাড়িতে মাইক লাগিয়ে এবং জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বাজার এলাকায় জনসচেতনতা কাউন্সেলিং করা হচ্ছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত