কচুয়ায় গলানো সার বিক্রি, জরিমানা
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৪ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৫:৪৫
বাগেরহাটের কচুয়া উপজেলা সদর বাজারের ২টি সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ ২টি দোকানে গলানো সার বিক্রি, সার বিক্রির হালনাগাদ মূল্য তালিকা না থাকা ও সার বিক্রয় রশীদ হাল নাগাদ না থাকার অপরাধে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম তারেক সুলতান জানান, গোপন খবরের ভিত্তিতে কচুয়া বাজারের সার ও কীট নাশক বিক্রেতা দুলাল সাহা ও রমা প্রসাদ ঘোষের দোকানে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কৃষকদের নিকট গলানো সার বিক্রি করে, তাছাড়া তাদের দোকানে সার বিক্রির হালনাগাদ মূল্য তালিকা ও তাদের দোকানে সার বিক্রির রশীদ হালনাগাদ না থাকার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত