এ সপ্তাহে ওটিটি দর্শকরা দেখতে পারেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ১০:৪২ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:২৪

প্রতিদিনই দর্শকদের জন্য নতুন সিনেমা এবং ওয়েব সিরিজ অবমুক্ত করছে ওটিটি প্লাটফর্মগুলো। সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও বেশ কয়েকটি নতুন সিনেমা ও সিরিজ। এ সপ্তাহে ওটিটি দর্শকরা দেখতে পারেন—

চিনি টু: কলকাতার এ সিনেমাটি আজ হইচইয়ে মুক্তি দেওয়া হবে।

মার্ক অ্যান্টনি: তামিল এ সিনেমাটি আজ প্রাইম ভিডিও অবমুক্ত করবে।

সুলতান অব দিল্লি: আলোচিত এ সিরিজটি আজ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে।

মিসটেক: সিনেমাটি আজ আহা মুক্তি দেবে।

দ্য বুরিয়াল: সিনেমাটি আজ অ্যামাজন প্রাইম তাদের দর্শকদের দেখার সুযোগ করে দেবে।

প্রেমা বিমানম: সিনেমাটি আজ জি ফাইফে মুক্তি দেওয়া হবে।

গুড নাইট ওয়ার্ল্ড: এই মেগা সিরিজটি গতকাল নেটফ্লিক্স অবমুক্ত করেছে।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত