এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনাল আজ, বাংলাদেশ-পাকিস্তান লড়াই

  স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৪:০৫ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৫, ২০:৫৫

এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে আজ আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল মুখোমুখি হবে পাকিস্তান শাহীন্সের। দোহায় শিরোপা নির্ধারণী ম্যাচটা শুরু হবে রবিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

বাংলাদেশকে প্রথমবার অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর আলীর নেতৃত্বের দুর্দান্ত খেলছে বাংলাদেশ এ দল। আকবর যদিও জাতীয় দলে জায়গা করে নিতে এখনও লড়ছেন। কিন্তু তার বেশ কিছু সতীর্থ ইতোমধ্যে সেই পথ পার হয়ে জাতীয় দলের জার্সিতে লড়ছেন। এবার তার নেতৃত্বে ‘এ’ দল আরেকটি ট্রফির স্বপ্ন দেখছে। বিশেষ করে শুক্রবার টুর্নামেন্টের ফেভারিট ভারতকে রোমাঞ্চকর ম্যাচে হারানোর পর সেই পথে আরেক ধাপ এগিয়ে গেছে তারা।

যদিও কাজটা সহজ নয়। অপরাজিতভাবে ফাইনালে উঠেছে পাকিস্তানের ‘এ’ দল। ব্যাটার মাস সাদাকাত দারুণ ফর্মে আছেন। টুর্নামেন্টে তুলেছেন ২৩৫ রান,  যেখানে স্ট্রাইক রেট ছিল ১৮০ থেকেও বেশি। বামহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম নিয়েছেন সাত উইকেট। শিরোপা অভিযানে তাদের ভূমিকাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের বড় ভরসা পেসার রিপন মন্ডল। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ভারতের বিপক্ষে সুপার ওভারের চাপ সামলে দারুণভাবে স্নায়ু পরীক্ষায় উতরে গেছেন। আজও বল হাতে তাকে ঘিরেই আশা বাংলাদেশ শিবিরে।

ব্যাট হাতে ভারতের বিপক্ষে সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাবিবুর রহমান সোহান। তার সঙ্গে ছিলেন এসএম মেহরব। শেষ দিকে ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। তাই ফাইনালে দারুণ কিছু করতে জিশান আলমসহ বাকিদেরও ব্যাট হাতে দায়িত্ব নিতে হবে। 

শিরোপা নির্ধারণী এই ম্যাচটি দেখাবে টি স্পোর্টস ও সনি টেন-১। 

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত