এবার থানার ভেতর হিরো আলমের হাতাহাতি
প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১৯:৪৬ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৫:১৬
এবার থানার ভেতরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আশরাফুল আলম (হিরো আলম)। এ ঘটনায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে রাজধানীর হাতিরঝিল থানায়। বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই থানার উপ পরিদর্শক এনামুল হক। বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এ ঘটে। এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মীও সেখানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানা যায়, হিরো আলমকে একজন ৫০ হাজার টাকা ধার দিয়েছিলেন। সেই ধার পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়ার পরেও তা পরিশোধ করেননি হিরো আলম। পরে ওই ভুক্তভোগী রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই প্রেক্ষিতে হিরো আলমকে থানায় ডাকা হয়।
এরপর ভুক্তভোগী আকাশ নিবির ও হিরো আলমকে মুখোমুখি করলে তারা হাতাহাতিতে জড়িয়ে যান। পরে কয়েকজন গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে দু’জনের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়।
হাতিরঝিল থানার উপ পরিদর্শক এনামুল হক বলেন, ‘তাদের দুজনের মধ্যে পাওনা নিয়ে ঝামেলা হয়েছিল। সেটা মীমাংসা করতে থানায় ডাকা হয়েছিল। তারা থানায় এসে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত