এবারও বিশ্বের ৩৫তম শক্তিশালী অর্থনীতির দেশ বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১৮:৪৬ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭

চলতি বছরও বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ হিসেবে তালিকায় রয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা তিন বছর ধরে একই অবস্থানে রয়েছে দেশটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আইএমএফ জানায়, বাংলাদেশে এ বছর বার্ষিক প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৭ শতাংশ। মোট জিডিপি ৪৫৫ বিলিয়ন মার্কিন ডলার। আর মাথাপিছু আয় দুই হাজার ৬৪৬ মার্কিন ডলার।

এই তালিকার প্রথম পাঁচটি দেশের মধ্যে তিনটিই এশিয়ার। তালিকার দ্বিতীয় স্থানে আছে চীন। তাদের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার এ বছর ৪ দশমিক ৬ শতাংশ। শীর্ষ অর্থনীতির দেশের তালিকায় চতুর্থ স্থানে জাপান। দেশটির প্রবৃদ্ধির হার দশমিক ৯ শতাংশ। মোট জিডিপি ৪ দশমিক ১১ ট্রিলিয়ন ডলার। 

আইএমএফের তালিকায় পাঁচে আছে ভারত। দেশটির বার্ষিক প্রবৃদ্ধির হার এবার ৬ দশমিক ৮ শতাংশ। মাথাপিছু আয় দুই হাজার ৭৩১ মার্কিন ডলার। এ তালিকায় বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ আমেরিকা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত