এবারই প্রথম একসঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই বর্ষীয়ান খুরশীদ আলম ও লীনু বিল্লাহ

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৮:০৯ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১

প্রথমবারের মত একসঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই বর্ষীয়ান সংগীতশিল্পী সংগীতশিল্পী খুরশীদ আলম ও লীনু বিল্লাহ।দুই শিল্পীরই রয়েছে দীর্ঘ সংগীত ক্যারিয়ার, দুইজন ভালো বন্ধুও। কিন্তু একসঙ্গে গান গাওয়া হয়নি।
তাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল একসঙ্গে গান করার। এবার সেই ইচ্ছে পূরণ হল দুই শিল্পীর।ফারুক আনোয়ারের লেখা একটি গান একসঙ্গে গেয়েছেন খুরশীদ আলম ও লীনু বিল্লাহ। গানের নাম ‘বন্ধু ও ভাই’। সুর ও সংগীত আয়োজন করেছেন সম্রাট আহমেদ।
বিজ্ঞপ্তিতে সম্রাট আহমেদ জানিয়েছেন, খুরশীদ আলম ও লীনু বিল্লাহর ইচ্ছার কথা জেনে কানাডা থেকে তার মাধ্যমে দুই শিল্পীর সঙ্গে যোগাযোগ করেন গীতিকার আনোয়ার। তারপর তাদের সঙ্গে কথাবার্তা বলে ‘বন্ধু ও ভাই’ শিরোনামের গানটি লেখেন তিনি।।
সুর বাঁধা হলে গানটিতে কণ্ঠ দেন খুরশীদ আলম ও লীনু বিল্লাহ। এরমধ্যে গাজীপুরের একটি রিসোর্টে গানের ভিডিওর শুটিং করেছেন শিল্পীরা।
গান নিয়ে খুরশীদ আলম বলেন, “শেষ পর্যন্ত আমাদের দুই বন্ধুর একটা স্বপ্ন পূরণ হয়ে যায়। ফারুক আনোয়ার ভালো লিখেছেন, সম্রাটও ভালো সুর করেছেন। আমরা দুজনেই খুব খুশি।”
লীনু বিল্লাহ বলেন, “আমার বিশ্বাস, গানটি সবার মনে গেঁথে রবে এবং বহুকাল শ্রোতা-দর্শকের মাঝে বেঁচে থাকবে।”
‘বন্ধু ও ভাই’ গানটি নিয়ে গীতিকার ফারুক আনোয়ার বলেন, “আমার পরম সৌভাগ্য, কিংবদন্তি দুজন শিল্পীর জন্য গান লিখতে পেরেছি এবং তারা গানটি পছন্দ করেছেন, গেয়েছেন। গীতিকার হিসেবে এটা জীবনে অনেক বড় প্রাপ্তি।”
শিগগিরই গানটি এফএ মিউজিক ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন সুরকার সম্রাট।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত