এপেক্স ক্লাব অব বগুড়ার উদ্যোগে সমাজের কম সৌভাগ্যবানদের মাঝে ঈদ সামগ্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২১, ১৯:২৭ |  আপডেট  : ৩ অক্টোবর ২০২৪, ০০:৫৯

এপেক্স ক্লাব অব বগুড়ার উদ্যোগে সোমবার বেলা ১১টায় গহর আলী ভবন জজ কোর্ট বগুড়ায় সমাজের কম সৌভাগ্যবানদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এপেক্স ক্লাব অব বগুড়ার সভাপতি এপে. মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবেউপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের অতিত জাতীয় সভাপতি ও বিশেষজ্ঞ সার্জন এপেক্স ডাঃ এএইচএম মুশিহুর রহমান। 

এসময় অন্যানের মঝে উপস্থিত ছিলেন বগুড়া এ্যাডভোকেটস্ বার সমিতির সভাপতি এ্যাড. মোঃ শফিকুল ইসলাম, এপেক্স ক্লাব অব বগুড়ার ফাউন্ডার সভাপতি এপেক্স মোঃ আনোয়ারুল ইসলাম বাচ্চু, লাইভ মেম্বার এপেক্স একেএমরাজিউল্লাহ,  পিডিজি-৭ এপেক্স এ্যাড. আমিরুল ইসলাম, অতিত সভাপতি ও বগুড়া বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এপেক্স এ্যাড. মোজাম্মেল হক, এপেক্স মোঃ শফিকুল ইসলাম, এপেক্স এ্যাড. গোলাম মোস্তফা জিয়ন, এপে. এ্যাড. ছুফিয়া বেগম কোহিনুর, সেক্রেটারী এন্ড ডিএনই এপে. রেজাউল করিম, সহ-সভাপতি এপেক্স মোঃ আহসান হাবীব সেলিম, কোষাধ্যক্ষ এপেক্স নুরুল ইসলাম আকন্দ, এপেক্স সাইফুল ইসলাম, এপেক্স কোহিনুর খানম, এপেক্স সেলিনা আক্তার বিউটি, এপেক্স প্রতীক ওমর, এপেক্স আলী হাছান সুফল প্রমুখ। অনুষ্ঠানে ১০০জন কম সৌভাগ্যবানদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত