ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণ

‘এখনও যেকোনও কনেটেইনার থেকে আগুন লাগার আশঙ্কা রয়েছে’

  চট্টগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ৭ জুন ২০২২, ১৫:০২ |  আপডেট  : ১৬ মে ২০২৪, ২১:৫৫

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে এখনও আগুন লাগার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে মঙ্গলবার (৭ জুন) দুপুরে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক আনিসুর রহমান এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ফায়ার সার্ভিসের উপপরিচালক বলেন, মঙ্গলবার পর্যন্ত দুটি দেহাবশেষসহ মোট ৪৩টি লাশ পাওয়া গেছে। এখনও পরিস্থিতি ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিমুক্ত কোনোটিই বলা যাচ্ছে না। এখনও যেকোনও কনেটেইনার থেকে আগুন লাগতে পারে।’


তিনি আরও বলেন, ‘সীতাকুণ্ডে আগুনের খবর পেয়েই ফায়ার সার্ভিস উদ্ধার করার জন্য আসে। কিন্তু ডিপো কর্তৃপক্ষের তথ্য জোগান ও সহযোগিতার অভাবের কারণে আমাদের ভোগান্তিতে পড়তে হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সীতাকুণ্ডবাসীও এর ভুক্তভোগী।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত