ইসি গঠনে বিএনপি পালিয়ে বেড়িয়েছে: শাজাহান খান

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৮ | আপডেট : ১২ মে ২০২৫, ০০:৪৭

নির্বাচন কমিশন গঠনে বিএনপি পালিয়ে বেড়ানোর মানসিকতা দেখিয়েছে বলে দাবী করেছেন আ’লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য শাজাহান খান। তিনি সোমবার সকাল ১০টায় মাদরীপুরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
শাজাহান খান বলেন, ইসি গঠণ হওয়ার পূর্বে সার্চ কমিটির কাছে বিএনপি কোন তালিকা দেয়নি। তাদের বলার পরেও তারা নিরব ছিল। এখন ইসি গঠণ হওয়ার পরে ভিন্ন দাবী তুলছেন। তারা নাকি এই কমিশনের আন্ডারে নির্বাচনে অংশ নিবেন না। এমন দাবী তারা আগেও করেছিল। কিন্তু তাকে কোন কাজ হয়নি। বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হলে এই কমিশনের মাধ্যমেই নিতে হবে।’
শাজাহান খান এসময় বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি এর আগেও মানুষ হত্যা করে, গাড়ি-বাড়ী পুড়িয়ে সম্পদ নষ্ট করে নির্বাচন বন্ধ করতে চেয়েছিল। কিন্তু তারা সেটা পারেনি। এবার তারা কোন ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করতে পারবে না। এই ইসি’র মাধ্যমেই সঠিক নির্বাচন হবে।
এসময় শাজাহান খান বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন। মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১৬টি দলের অংশ গ্রহণে ক্রিকেট লীগ চলবে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল কুমার সাহা, সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত