ইসলামী ব্যাংকের মাধ্যমে দেয়া যাবে নেসকোর বিদ্যুৎ বিল
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ১৮:৪৭ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৩৭
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাধ্যমে এখন থেকে নেসকোর বিদ্যুৎ বিল দেয়া যাবে। ৬ জানুয়ারি ২০২২ ঢাকার একটি হোটেলে এ সংক্রান্ত চুক্তিপত্র বিনিময় হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)-র ম্যানেজিং ডাইরেক্টর জাকিউল ইসলাম চুক্তিপত্র হস্তান্তর করেন।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম এবং নেসকোর নির্বাহী পরিচালক (ফাইন্যান্স) সৈয়দ গোলাম আহাম্মদ, এফসিএমএ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় নেসকোর বিদ্যুৎ সেবা রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত