ইসলামপুরে প্রেমিকের বিয়ের খবরে হিজরা প্রেমিকার আত্মহত্যা

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৯ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭

জামালপুর জেলার ইসলামপুরে মমিন নামে এক প্রেমিক অন্য মেয়েকে বিয়ে করছে এমন খবর জানতে পেরে মোছা. মুন্নি (২২) নামের হিজরা বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে মমিনের বাড়ীতে গিয়ে হিজরা মুন্নি বিষপান করে আত্মহত্যা করে ।
জানা গেছে, ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চিনার চর গ্রামে আফছার আলীর পুত্র আ. মোমিনের সাথে ওই হিজরার প্রেমের সম্পর্ক চলছিল। মুন্নি উপজেলার গোয়ালের চর ইউনিয়নের কুমিরদহ গ্রামের শুক্কুর আলীর তৃতীয় লিঙ্গের কন্যা।
মুন্নি মমিনের বাড়ীতে গিয়ে বিষপান করলে স্থানীয়রা দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চর পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ ঘটনাটি নিশ্চিত করেছেন।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আ ফ ম আতিকুর রহমান জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ও অভিযোগের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত