ইনফান্তিনোর পিছু ছাড়ছেনা সমালোচনা
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৩, ১২:৩০ | আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ২০:০০
২০২২ বিশ্বকাপের আগে সংবাদ সম্মেলনে বলা তাঁর কথা নিয়ে সমালোচনা হয়েছিল। এরপর বিশ্বকাপ ফাইনালের দিন ইনফান্তিনোর সমালোচনা হয়েছে পুরস্কারের মঞ্চে তাঁর আচরণ নিয়ে। মেসিকে তিনি ধরে ট্রফির কাছে নিয়ে গিয়েছিলেন। এটা নিয়ে সমালোচনা করে কিংবদন্তি ইংলিশ ফুটবলার অ্যালান শিয়ারার বলেছিলে, ‘মেসিকে খেলার সময়ও এত আঁটসাঁট মার্ক কেউ করেনি!’
ইনফান্তিনো এবার সমালোচনার মুখে পড়েছেন পেলের শেষকৃত্যে গিয়ে অদ্ভুত এক কাণ্ড করে। পেলেকে শেষশ্রদ্ধা জানাতে তাঁর কফিন কাল নেওয়া হয়েছিল সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে। ক্যারিয়ারের শেষ দুই বছর নিউইয়র্ক কসমসে খেলেছেন পেলে। এর আগে ক্যারিয়ারের শুরু থেকে ১৮টি বছর পেলে খেলেছেন সান্তোসে। মারা যাওয়ার আগে নিজেই বলে গিয়েছিলেন, তাঁর শবদেহ যেন সান্তোসের মাঠে নিয়ে যাওয়া হয়।
পেলের কথা রেখে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে ২৪ ঘণ্টার জন্য রাখা হয়েছিল তাঁর শবদেহ। ব্রাজিলের মানুষ ফুটবলের রাজাকে শ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছিল সেখানে। এ ছাড়া বিশ্বের নানা প্রান্ত থেকে খেলার জগতের তারকা আর সংগঠকেরা পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছিলেন সান্তোসের মাঠে।
পেলেকে যেন মানুষ শেষবারের মতো একবার দেখতে পায়, এ কারণে খুলে রাখা হয়েছিল কফিনের ঢাকনা। আর সেই খোলা কফিনের সামনে হঠাৎ নিজের মুঠোফোনটি বের করলেন ইনফান্তিনো। ফোন বের করে তুললেন একটি সেলফি। ইনফান্তিনোর এই সেলফিতে থাকতে পারতেন পেলের বোনও। ফিফা সভাপতি সেলফি তোলার সামান্য আগে পাশে সরে গিয়েছিলেন তিনি।
ইনফান্তিনো সেলফি তোলার একটু পর সেখানে এক ব্যক্তি এসে দাঁড়ান। ইনফান্তিনোর সঙ্গে সেলফি তোলার জন্য মুঠোফোন বের করেছিলেন তিনি। কিন্তু ওই ব্যক্তিকে সেলফি তুলতে দেওয়া হয়নি। ইনফান্তিনো এরপর পেলের স্ত্রী মার্সিয়া ও ছেলে এদিনিওকে সমবেদনা জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত