ইতালির মিনান বিএনপির পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত    

  জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ

প্রকাশ: ২ মার্চ ২০২২, ১১:১৯ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯

ইতালির মিলানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মিলান শাখার নব গঠিত কমিটির উদ্যোগে পুর্নাঙ্গ কমিটি গঠনের জন্য ও দলীয় কর্মকাণ্ড আর গতিশীল করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

মিলান বিএনপি সভাপতি হুসাইন মোঃ মনির এর সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক সরদার আসাদুজ্জামান রিপন এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব শাহ আলম সহ সভাপতি  ওসমান গনি, লিয়াকত মৃধা, জামাল খান, শাহিন আহমেদ, সালেক আহমেদ, সরদার মামুন, খান সাইদুর, সিনিঃযুগ্ন সাধারণ সম্পাদক মির হোসেন বিপ্লব সাংগঠনিক সম্পাদক রুহিন আহমেদ সহ যুবদলের  সিনিঃ সহ সভাপতি কাজি রুবেল, রবিন শিকদার সাধারণ সম্পাদক খান রাজু  সহ আর উপস্থিত ছিলেন আসারফ আলম, সোরাব দর্জি, সোহেল কবিরাজ, ফারুক আহমেদ তারা বলেন সকলকে ঐক্য বধ্য হয়ে কাজ করে দলকে আর শক্তিশালী করার জন্য আহবান করেন এবং যত দ্রুত সম্ভব পুর্নাঙ্গ কমিটি প্রকাশ করবেন বলে আশ্বস্ত করেন। শেষে বেগম খালেদা জিয়ার সুস্ততা কামনা করেণ বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত