ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১৬:১৯ |  আপডেট  : ২২ অক্টোবর ২০২৪, ০১:২৫

অপসারণ না করার দাবিতে মানববন্ধনে নেমেছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা দেশের সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য।

সোমবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এবং চেয়ারম্যান ও সদস্যদের সব সমমনা সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা এই দাবি জানান।

মানববন্ধনে আন্দোলনকারী চেয়ারম্যান ও সদস্যরা লিখিত বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) সরকারের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী কাঠামো। স্বাধীনতা-পরবর্তী চেয়ারম্যান ও সদস্যদের দ্বারা ইউনিয়ন পরিষদ পরিচালিত হয়ে আসছে। জনগণের ভোটে নির্বাচিত ইউপি সদস্য ও চেয়ারম্যানরা জনগণের কাছে দায়বদ্ধ। ইউনিয়ন পরিষদ কাঠামো ভেঙে দিলে দেখা যেতে পারে সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা। ৫ আগস্টের পরে বিশৃঙ্খলা ও পুলিশের নিষ্ক্রিয়তার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল, ইউপি সদস্য ও চেয়ারম্যানরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত কঠোর পরিশ্রম করে জনগণের জানমালের নিরাপত্তা দিয়েছেন। তবে যেসব ইউপি চেয়ারম্যান ও সদস্য ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।

কিন্তু এ অবস্থায় সব ইউপি ভেঙে দিলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এবং জনমনে অসন্তোষ দেখা দেবে। ফলে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ সরকার গঠিত হয়েছিল, তা অর্জিত হবে না। আমরা আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে চাই। তাই জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চত করার জন্য তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিদের বিলুপ্ত বা অপসারণ না করার জন্য দাবি জানাচ্ছি।

এ সময় মানববন্ধনে এক ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, আজ ইউনিয়ন পরিষদের সেবা বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া পুলিশ বাহিনীতে নিয়োগ চলছে, নৌবাহিনী, বিমানবাহিনীতে নিয়োগ চলছে। তাদের পরিষদ থেকে বিভিন্ন ধরনের সনদ নিতে হয়। তারা বর্তমানে এই সেবা পাচ্ছে না। তারা খুব কষ্টে আছে। আমরা সরকারের কাছে অনুরোধ যাতে ইউনিয়ন পরিষদ ভেঙে না দেওয়া হয়।

মো. জাকির আলম বলেন, ইউনিয়ন পরিষদ ভেঙে দিলে দেশের আইনশৃঙ্খলা ও জনগণের সেবা মুখ থুবড়ে পড়বে। এই যৌক্তিকতার আলোকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আমাদের বাংলাদেশ ইউনিয়ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা জানাতে চাই ইউনিয়ন পরিষদ না ভেঙে আমাদের পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য; বর্তমান সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। অন্যথায় বাংলাদেশের যে অশান্তি যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে, তার জনরোষ বর্তমান সরকারের ওপরে পড়বে।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের (বিইউপিএফ) আহ্বায়ক মো. জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. সুজাউদ্দৌলা লিপটন প্রমুখ।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত