ইউক্রেনে অবিলম্বে লেপার্ড ট্যাংক পাঠানোর ঘোষণা নরওয়ের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১১:২০ |  আপডেট  : ১ মে ২০২৪, ২৩:৪০

ইউক্রেনে অবিলম্বে লেপার্ড ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে নরওয়ে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বজর্ন আরিল্ড গ্রাম এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বজর্ন আরিল্ড গ্রাম বলেন, নরওয়ে যত দ্রুত সম্ভব তার কাছে থাকা জার্মানির তৈরি লেপার্ড ২ ট্যাংকের একটি অংশ ইউক্রেনে পাঠাবে। মার্চের শেষ নাগাদ হয়তো এগুলো পাঠানো হবে।

বিজ্ঞাপন

মস্কোর প্রতিশোধের আশঙ্কা সত্ত্বেও গত সপ্তাহে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে ট্যাংক সহায়তার ঘোষণা দেয় ইউরোপের বেশ কয়েকটি দেশ। এর মধ্যে নরওয়েও রয়েছে।
নরওয়ের কাছে ৩৬টি লেপার্ড ২ ট্যাংক রয়েছে। তবে এর মধ্যে কতগুলো তারা কিয়েভকে সরবরাহ করবে সেটি জানানো হয়নি।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী বজর্ন আরিল্ড গ্রাম সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা এখনও সংখ্যা নির্ধারণ করিনি। তবে আশা করি অবিলম্বে এটি সরবরাহ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত