ইংল্যান্ডের বিপক্ষে পরিবর্তন আসতে যাচ্ছে টাইগার একাদশে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ১০:১৩ |  আপডেট  : ২৭ এপ্রিল ২০২৪, ২২:৩৬

২০ ওভারের ক্রিকেটের পথচলা শুরু হয় বছর ১৭ আগে। তবে এতগুলো বছরেও কখনো ইংলিশদের প্রতিপক্ষ হিসেবে পায়নি টিম টাইগার্সরা। চলতি বিশ্বকাপের সুবাদে সেই সুযোগ মিলেছে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আবুধাবিতে বুধবার বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচটি। 

তবে ঐতিহাসিক এই ম্যাচের আগে দুই মেরুতে অবস্থান দুই দলের। একদিকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ইয়ন মরগ্যানের দল। এবারের আসরের অন্যতম ফেভারিটও। সেই ফেভারিটের তকমার যথার্থ প্রমাণ রেখেছে আগের ম্যাচে। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ উড়িয়ে দিয়েছেন মইন আলী-আদিল রশিদরা।

মেরুর অন্য প্রান্তে অবস্থান বাংলাদেশের। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু। এরপর ওমানের বিপক্ষে কষ্টার্জিত জয় এবং পাপুয়া নিউগিনিকে হারানো। নানা হিসেবনিকেশ শেষে সুপার টুয়েলভে জায়গা পেলেও প্রথম ম্যাচে মাঠের হতশ্রী পারফরম্যান্স লঙ্কানদের বিপক্ষে ঘটিয়েছে ভরাডুবি। সেই পরাজয়ের ক্ষতে বাড়তি সংযোজন ড্রেসিং রুমের অস্থিতিশীলতা, ক্রিকেটার-বোর্ডের কাদা ছোড়াছুঁড়ি। 

সব মিলিয়ে আরও একটা বৈশ্বিক প্রতিযোগিতায় টানা ব্যর্থতার দিকেই এগোচ্ছে টাইগাররা। যদিও ইংল্যান্ডের বিপক্ষে জয়ের খোঁজে টিম বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে দলের পেস বোলিং কোচ-ও তেমনটাই বলেছেন। তবে থ্রি লায়ন্সদের বর্তমান ফর্ম আর মাহমুদউল্লাহদের পার করতে থাকা বাজে সময় ইঙ্গিত দিচ্ছে আরও এক পরাজয়ের।

এর মধ্যে দলীয় শিবিরে হানা দিয়েছে ইনজুরি সমস্যা। ছিটকে গিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। চোট পেয়েছিলেন নুরুল হাসান সোহানও। যদিও এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আজ খেলবেন বলেই ধারণা করা হচ্ছে। তবে সাইফউদ্দিনের না থাকা নিশ্চিতভাবে বদল আনতে যাচ্ছে দলের একাদশে। সেক্ষেত্রে দলে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। 

এছাড়া ওপেনার লিটন দাসের টানা ব্যর্থতা মাথা ব্যথার কারণ টিম ম্যানেজমেন্টের। তবে ইংলিশদের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ফের পরিবর্তন আনার সম্ভাবনা ক্ষীণ। এছাড়া দল ৩ স্পিনারের কৌশলে অটল থাকবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। আগের ম্যাচে প্রতিপক্ষ লঙ্কানরা পাঁচ পেসার খেলিয়েছিল এই মাঠেই। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন নাসুম আহমেদ। 

সম্ভাব্য একাদশ 

মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত