আহত সাংবাদিক বিপুলকে রক্ত দিয়ে সহায়তা করলেন গোলাম মোস্তফা 

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১৬:০৯ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ২০:৫৮

বুধবার (২৮ জুলাই) ভোর নাগাদ শিবগঞ্জের স্থানীয় সাংবাদিক আবু বক্কর সিদ্দিক বিপুল সংবাদ সংগ্রহ করতে বগুড়ার জামাদা পুকুর নামক স্থানে যাওয়ার পথে তার বহনকৃত মোটরসাইকেলের সাথে অপর দিক থেকে আশা কুরিয়া সার্ভিস পরিবহনের সাথে সংঘর্ষ হয়। 

এসময় স্থানীয়রা সাংবাদিক বিপুল কে দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। ভর্তির পর তাঁর হাত ও পায়ে অতিরিক্ত রক্তক্ষরণ হলে (A+) রক্তের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। পরে রক্ত না মিললে সড়ক দূর্ঘটনা জনিত (A+) রক্তের সন্ধানে ফেসবুক একটি পোস্ট দেখেন জাতীয় ছাত্র সমাজ শিবগঞ্জ উপজেলা শাখার আহবায়ক গোলাম মোস্তফা।  তাৎক্ষণিক তিনি ফোনে যোগাযোগ করে মানবতার ডাকে সাড়া দিয়ে নিজের  (A+) রক্তের গ্রুপ নিশ্চিত করে হাসপাতালে গিয়ে রক্ত দেন। 

এবিষয়ে জাতীয় ছাত্র সমাজ শিবগঞ্জ উপজেলা শাখার আহবায়ক গোলাম মোস্তফা বলেন, সামাজিক ও মানবিক কাজে শিবগঞ্জ জাতীয় পার্টির ভুমিকা অপরিসীম। মানবতাকে জীবিত রাখতে শিবগঞ্জ উপজেলা ছাত্র সমাজ সবসময়ই মানুষের পাশে থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত