আল্লাহর ওপর ভরসা করলে যে পুরস্কার পাবেন - পান ফকির শাহজালাল

  ইখতেয়ার চৌধুরী সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:  

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৯ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২১:০৫

মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার আল্লাহর সেবক পান ফকির শাহজালাল বলেছেন,তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । এটা মুমিনের অন্যতম গুণও বটে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘মুমিনতো তারাই যাদের হৃদয় কম্পিত হয়, যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং তাঁর আয়াত তাদের কাছে তেলাওয়াত করা হয়, তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরেই নির্ভর করে’ ( সুরা আনফাল, আয়াত, ২)  আমাকে রক্ষা করবেন একমাত্র আল্লাহ। গত শনিবার কিছু সন্ত্রাসী আমার আশ্রমের উপর হামলা করেছে। আমি মনে করি এটা একটা নেক্কার জনক ঘটনা। আমি আল্লাহর নামে আল্লাহর বান্দাদের সৎপথে চলে তাদের জীবনের সকল মুসকিল আসানের কথা বলি কিন্তু আমার প্রতি ঈশ্বান্নিত হয়ে আমার এলাকার কিছু বিপথগামী লোক ক্ক্ষমতার অপব্যাবহার করে আমার উপর হামলা করে এরাকায় ঘৃনিত হয়েছেন। আল্লাহ এর বিচার করবেন নিশ্চই। শুধু সময়ের অপেক্ষা মাত্র ।

অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকেরই উপর নির্ভর করে।’ -( সুরা, নাহল ৯৯) অন্যত্র আল্লাহ আরো বলেন, ‘যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে।’ ( সুরা নাহল, আয়াত, ৪২) কোরআনের অন্যত্র আরো বর্ণিত হয়েছে ‘মুমিনদের জন্য আল্লাহর উপর ভরসা করা উচিৎ।’ ( সুরা ইবরাহীম, আয়াত, ১১)
আল্লাহর ওপর ভরসা করলে তিনিই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান, বান্দার আর কিছুর প্রয়োজন হয় না। এ বিষয়ে বর্ণিত হয়েছে, ‘যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বেরোনোর পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে জীবিকা দেন যা সে ভাবতেও পারে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি তার জন্য যথেষ্ট হন। নিশ্চয়ই আল্লাহ তার কাজ চূড়ান্তকারী। অবশ্যই আল্লাহ প্রত্যেক কাজের জন্য একটা পরিমাপ ঠিক করে রেখেছেন।’ (সুরা, তালাক, আয়াত, ২-৩)।
হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যখন ইবরাহিম আ.-কে আগুনে নিক্ষেপ করা হয়, তখন তিনি বলেছিলেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্ম বিধায়ক। একথা ইবরাহিম বলেন, যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়।’ (বুখারি, রিয়াযুস সালেহীন, ১/৭৬)।

হজরত ওমর ইবনুল খাত্তাব রা. থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা কর, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন, যেমন পাখিদের দিয়ে থাকেন। তারা ভোরে খালি পেটে বের হয়ে যায় এবং দিনের শেষে ভরা পেটে ফিরে আসে।’-(তিরমিজি, ইবনু মাজাহ, মিশকাত ৫০৬৯)। ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রা. আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরতের সময়কার ঘটনা বর্ণনা করে বলেন, আমরা যখন গর্তে আশ্রয় নিলাম। তখন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেবললাম, যদি কাফেররা তাদের পায়ের নিচের দিকে তাকায়, তাহলে আমাদেরকে দেখে ফেলবে। তিনি বললেন, হে আবু বকর! আপনি কি মনে করেন, তারা দু’জন? আল্লাহ তাদের তৃতীয়জন রয়েছেন।-’ (বুখারী, ৩৬৫৩)। এই হাদিসের মাধ্যমে আমাদের নবীর আল্লাহর উপর ভরসার পরিমাণ অনুমান করা যায়। তিনি একেবারেই নিশ্চিত যে, শত্রু তাদেরকে দেখতে পাবে না। অথচ শত্রু তখন তাদের মাথার ওপরে ছিল।

 আমি পান ফকির শাহজালাল পরিশেষে এটাই বলব, আমি আল্লাহর হুকুমে আপনাদের সেবা দিয়ে যাবো আমি আপনাদের পাশে আছি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত