আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:১৪ |  আপডেট  : ১৭ অক্টোবর ২০২৫, ০৪:২৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জয় গোবিন্দ পাল কর্তৃক এক মধ্য বয়সী বিধবা (৪০) নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ ওঠেছে। একাধারে জয় গোবিন্দ পাল আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপি’র ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। 

ভিকটিম ওই বিধবা নারী আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ আগষ্ট সকালে চিকিৎসা নিতে ভর্তি হন। সেখানে তিনি সাংবাদিকদের জানান, গত আট মাস আগে তার স্বামী অসুস্থতাজনিত কারনে মারা যান। স্বামী মারা যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে জয় গোবিন্দ প্রায় ভিকটিমকে ফোনে অথবা সরাসরি কু-প্রস্তাব দিয়ে আসতো। এরই ধারাবাহিকতায় ১৭ আগষ্ট গভীর রাতে ভিকটিম প্রাকৃতিক ডাকে ঘরের বাইরে বের হন।

এসময় ভিকটিমের অগোচরে গোবিন্দ ভিকটিমের শয়ন কক্ষে প্রবেশ করে। ভিকটিম এসময়য় দরজা বন্ধ করে বিছানার দিকে এগিয়ে গেলে পিছন  থেকে জয় গোবিন্দ ভিকটিমকে জড়িয়ে ধরে তার শরীরের ভিন্ন জায়গায় হাত লাগিয়ে ধ্বস্তাধ্বস্তি শুরু করেন। সে সময় ভিকটিমের চিৎকারে দশম শ্রেণীতে পড়ুয়া তার বড় ছেলে ইমন কে ডাকেন। ইমন পাশের কক্ষ থেকে ঘটনাস্থলে এসে মায়ের কান্নার শব্দ শোনে ভয় পেয়ে প্রতিবেশীদের ডাক দেন এবং বাহির থেকে প্রতিটি কক্ষের দরজা তালা লাগিয়ে দেন আত্মরক্ষার জন্য জয় গোবিন্দ ঘরের ভেতরে আটক থাকা অবস্থায় জয় গোবিন্দ টিনের চালা ফাটিয়ে পালিয়ে যান। সেসময় ভিকটিমের ছেলে ইমন জয় গোবিন্দর পা ধরে টেনে নামানোর চেষ্টা করেও এ তাকে আটক করে রাখতে সক্ষম হননি। 

অসহায় ভিকটিম ৯৯৯ এ ফোন করে এলাকাবাসীর সহযোগিতায় ভোরে আটোয়ারী থানায় ছুটে আসেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তিনি স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে অভিযুক্ত জয় গোবিন্দ পাল এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এব্যাপারে আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার জুয়েল জানান, আমি ঘটনাটি জেনেছি। ভিকটিমের কাছ থেকে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে এলাকার দয়াল পাল সহ আরো অনেকে বলেন, ঘটনাটি সত্য। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । 

অভিযুক্ত জয় গোবিন্দ পালের সাথে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলে বারবার মোবাইল ফোনে কল দিলে তিনি  ফোনটি রিসিভ করেননি, এ কারনে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত