আলোকচিত্রী শহিদুল আলমকে নিয়মিত আপিল করার নির্দেশ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ১১:২২ |  আপডেট  : ২৬ এপ্রিল ২০২৪, ১৩:১০

তথ্য প্রযুক্তি আইনে আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধার দায়ের করা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চার সপ্তাহের মধ্যে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (১০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

২০১৯ সালের ৩ মার্চ শহীদুল আলম এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন।২০১৯ সালের ১৪ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইন গঠনের মাধ্যমে আইন বিলুপ্ত হওয়ার পরেও কেন ৫৭ ধারায় দায়ের করা মামলাটি অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি করেছিল হাইকোর্ট।

২০১৮ সালের ৫ আগস্ট  নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভের সময় ধানমন্ডির বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর, পুলিশ তার বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করে এবং পরের দিন তাকে ঢাকার আদালতে হাজির করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত