আমি ইচ্ছে করলে শিবগঞ্জে ভুমিকম্প তুলতে পারি:   মাহমুদুর রহমান মান্না

  রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি    

প্রকাশ: ১ মার্চ ২০২৫, ০৯:৫৮ |  আপডেট  : ২ এপ্রিল ২০২৫, ১২:১৫

২১ শে ফেব্রুয়ারী রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যর আহবায়ক শহিদুল ইসলাম বাড়ী ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হলো। সে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিলে ৪ থেকে ৫ জন আসামীর নাম থানার ওসি কেটে দিতে বলে। ওসি নাম কাটার কে?  থানা পুলিশ এখনও টাকা ছাড়া মামলা নেন না। তিনি আরো বলেন আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না এই হুংকারের কারনে আমার বাড়ি শিবগঞ্জ, তাই আমি শিবগঞ্জেই এসেছি। আমি যদি হুঙ্কার দেই তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে। তিনি আরো বলেন, শিবগঞ্জ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি বিএনপি দলীয় নেতাদের সঙ্গে বসে সমঝোতা করার পরামর্শ প্রদান করেন। 

 শুক্রবার বিকালে উপজেলার শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যর আয়োজনে সমাবেশে উক্ত কথাগুলে বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।  নাগরিক ঐক্য নেতা সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা'র সভাপতিত্বে নাগরিক সমাবেশে  অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন  শিবগঞ্জ উপজেলার  নাগরিক ঐক্যর সদস্য সচীব আব্দুল বাসেত বাদশা, জেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী মতিউর রহমান, নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক সরকার, সৈকত বিদ্যুৎ, রুহুল আমিন, মাহবুব মোর্শেদ হীরা, অমিত হাসান, হারুনুর রশিদ, সাজু,  জেলা নাগরিক যুব ঐক্যর আহব্বায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আব্দুর রহমান, উপেজলা যুব ঐক্য সাধরন সম্পাদক রাশেদ মাহমুদ তুষার, সৈকত আহম্মেদ,সাবেক ইউপি সদস্য শাহিনুর ইসলাম শাহিন,আব্দুর রাজ্জাক,ইন্না মিয়া,ইয়ার খান,আমিনুর রহমান পাপুল প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত