আমাদের ধর্মে কখনো সন্ত্রাসবাদ শেখায় না : ইমরান হাশমি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:১৫ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৫, ১৭:৫৭

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের মুসলিম সম্প্রদায় নতুন করে তোপের মুখে পড়েছে। দেশটির বিজেপি সরকার থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও ইসলামবিদ্বেষী বিভিন্ন বক্তব্য দিচ্ছে। 

এমন অবস্থায় সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের মুসলিম অভিনেতা ইমরান হাশমি জানিয়েছেন, সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। একইসঙ্গে অভিনেতা আরও জানান, ইসলাম কখনো সন্ত্রাসবাদ শেখায় না।

সম্প্রতি ইমরান হাশমির ‘গ্রাউন্ড জিরো’ সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমাও কাশ্মীরকে কেন্দ্র করে। সিনেমার প্রচারেই একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। 

যেখানে তিনি বলেন, আশা করি পেহেলগামকাণ্ডে সরকার সঠিক বিচার নিশ্চিত করবে। কারণ হিসেবে অভিনেতা বলেন, কাশ্মির পর্যটকদের আকর্ষণের জায়গা। তারা খুব পরিকল্পনা করেই হামলা করেছে। কারণ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রই ওদের নিশানায় ছিল। আশপাশে তেমন কোনো রাস্তাও ছিল না।

ইমরান হাশমি বলেন, আমাদের নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে নিশ্চয়ই ভালো বোঝে। কিন্তু সেখানেও প্রশ্ন উঠছে—পেহেলগাময়ে আরও কড়া নিরাপত্তা থাকা উচিত ছিল। এ জায়গাটা বিরাট। কত সেনা মোতায়েন করা যায়। 

অভিনেতা বলেন, আমি আশা করছি, এই ন্যাক্কারজনক ঘটনায় সরকার যথাযথ জবাব দেবে। এসব হামলা কখনোই ধর্মীয় ঘৃণা-বিদ্বেষ ছড়িয়ে দেওয়া ঠিক নয়। কারণ সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসের আদর্শ আদপেই বিকৃত। 

এরপরই ইমরান যোগ করেন, আমাদের ধর্মে তো কখনোই এসব শেখায় না। 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত