আমাদের দুর্ভাগ্য আজকে গোটা পৃথিবী ভাগ হয়ে গেছে: মির্জা ফখরুল

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৮:১৫ | আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ২৩:৪৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের রাষ্ট্র ব্যবস্থার জন্য নতুন করে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা যেন এ সুযোগ কাজে লাগাতে পারি। সবাই কথা বলতে পারে এমন রাষ্ট্র তৈরি করতে পারি। বিশেষ করে মেধার অধিকার প্রতিষ্ঠা করতে পারি।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদার তেরেসা স্কুলে শিক্ষার্থী ও খ্রিস্টীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিলো সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তোমরা যারা মানবিক বিভাগে পড়াশোনা করো। তোমরা নিশ্চয় জানো গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র হচ্ছে সেই রাষ্ট্র ব্যবস্থা, যেখানে সকলের মতামতের ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালনা হয়। তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে।
বিএনপি মহাসচিব বলেন,আমাদের দুর্ভাগ্য আজকে গোটা পৃথিবী ভাগ হয়ে গেছে। হিংসা প্রতিহিংসা হানাহানি গোটা পৃথিবীতে চলছে। এখান থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে মানুষে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা।
তিনি আরও বলেন, কেউ যদি আমাকে বলে জীবনের সব থেকে সুন্দর সময় কখন কাটিয়েছেন, আমি বলবো যখন আমি শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করেছি। তাই আমি বিশ্বাস করি এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা কাজ করেন তারা ভালোবাসা দিয়ে বিভেদ মুক্ত একটি সমাজ গড়ার জন্য চেষ্টা করছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত