আমাকে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে পাঠানো হয়েছে - পঞ্চগড়ের ডিসি
কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধি :
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:০৬ | আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১৭:৫৯
পঞ্চগড়ে নবাগত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেছেন,আমাকে সরকার এখানে পাঠিয়েছে আগামিতে যে নির্বাচন হবে ‘ সেই নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে। সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা সাংবাদিকরা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি এখানে শুধু একটি লাগেজ নিয়ে এসেছি, যাওয়ার সময় শুধু লাগেজ নিয়ে যাবো। তিনি মঙ্গলবার (১৮নভেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় এসব কথা বলেন।
নবাগত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান এর সভাপতিত্বে এ কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সা.) সুমন চন্দ্র দাস। আরো বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও কালবেলার সাংবাদিক মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সরকার হায়দার দৈনিক দেশরুপান্তরের সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, দৈনিক জনবানী ও দৈনিক উত্তরবাংলার স্টাফ রিপোর্টার মো. কামরুল ইসলাম কামু, জনকন্ঠের স্টাফ রিপোর্টার এ রহমান মুকুল , ইন্ডিপেনডেন্ট ও সমকালের প্রতিনিধি সফিকুল আলম, আমার দেশ এর সাংবাদিক হোসেন রায়হান, দৈনিক করতোয়ার সাংবাদিক সামস উদ্দীন চৌধুরী কালাম প্রমূখ। তিনি বলেন, আমি বিশেষ কোন তদবির করে এখানে আসিনি। নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার যে লক্ষ্য সরকারের তা বাস্তবায়ন করাই আমার মূল লক্ষ্য। আপনাদের এতোগুলো হাত এতোগুলো চোখ, অবশ্যই নির্বাচন কেউ ব্যপ্তয় ঘটাতে পারবেনা। আপনারা অভিযোগ ও তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করবেন। আমি দুর্নীতির বিষয়ে আমি জিরো টলারেন্স। এক্ষেত্রে কোন মার্চি নাই। নবাগত জেলা প্রশাসক বলেন,পৃথিবীতে সব কিছুর উপর কলম সবচেয়ে শক্তিশালী। আমি ১০ বছর সাংবাদিকতা পেশায় ছিলাম। বর্তমান যুগ গনমাধ্যমের যুগ।তাই মফস্বল সাংবাদিকদের বিষয়ে অবগত আছি। এখন সংবাদপত্রকে শিল্প হিসেবে গড়ে তোলা দরকার। আপনাদের ব্যাপারে আমি যতটুকু পারি আমি সহযোগিতা করবো। আমাদের মনে রাখতে হবে আমর যারা চাকরীজীবী জনগনের ভ্যাট ট্যাক্সের টাকায় বেতন হয়, ও সরকার চলে।
জেলা প্রশাসক বলেন নতুন সময়ের যে অনূভুতি সেই অনূভুতি ধারন করেই আমরা যারা নতুন জেনারেশনের সরকারের প্রতীক বা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে এসেছি। বর্তমান বিশ্বে যে আপগেড প্রশাসন ব্যবস্থা আছে সেই আপগেডের অগ্রগতির যে ভার্সন রয়েছে সেই ধারনাতেই কাজ করতে এসেছি।
আমি এই বার্তা দিতে চাই,এখন নতুন সময়, এই নতুন সময়ের যে অনূভূতি তা ধারন করেই কাজ করে যেতে চাই। নবাগত জেলা প্রশাসক বলেন সরকারি কর্মচারীদেরকেই ফুল দেয়ার কোন কারন নেই। বরং সরকারি কর্মচারীরাই সেবা প্রার্থীদের ফুল দেওয়া উচিত। আমি সেটাই আমি চালু করেছি। কাজী মো. সায়েমুজ্জামান বলেন, পঞ্চগড়বাসিকে আশ্বস্ত করতে চাই, তাদের যে সেবা সেই সেবা গুলো দুনীতি মুক্ত হিসেবে দিতে চাই। তিনি আরো বলেন আমি পঞ্চগড় জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এ বিষয়ে সকলের সহযোগিতা চাই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত