আদমদীঘি কুরবানীর পশুর হাটে পকেটমাররা সক্রিয়, আটক একজন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১৯:৩৮ |  আপডেট  : ৬ মে ২০২৪, ১৩:৩৭

বগুড়ার আদমদীঘিতে কুরবানীর পশুর হাটকে কেন্দ্র করে পকেটমাররা সক্রিয় হয়ে উঠেছে। শনিবার হাট বার কুরবানীর পশুর হাটে পশু ক্রয় করতে আসা মানুষদের কাছ থেকে পকেটমাররা নানা কৌশলে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার উপজেলার সদরের পশুর হাটে আসা কুরবানীর পশু ক্রেতা আনোয়ার হোসাইন নামের একজনের কাছ থেকে ২৭ হাজার ৫শ টাকা হাতিয়ে নেয়ার সময় পকেটমার হিরা (২২) নামে এক যুবককে আটক করেছে জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে কাহালু উপজেলার সাঘাটা গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র।

এব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, আদমদীঘি কুরবানীর পশুর হাট থেকে এক পকেটমারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত