আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদ নেতার মা'র পরলোকগমন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৮ অক্টোবর ২০২২, ২০:০৮ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৪:৩৬

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আদমদীঘি উপজেলা শাখার অন্যতম সদস্য কানাই দেবনাথ এর মা সুখী দেবনাথ (৮২) গত শুক্রবাব দিবাগত রাত সোয়া ১২টায় সান্তাহার পুরাতন বাজারস্থ নিজ বাস ভবনে পরলোকগমন করেছেন (দিব্যান লোকান স্ব-গচ্ছতু)। স্বর্গীয় সুখী দেবনাথ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার বড় মা ছিল। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

গতকাল শনিবার সকাল নওগাঁ মহাশশ্বানে স্বার্গীয় মৃত দেহের সৎকার সম্পন্ন হয়। স্বার্গীয় আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি এ্যাডঃ রবীন্দ্রনাথ সাহা, প্রদীপ ভৌমিক, দিব্যেন্দু কুন্ডু দুলাল, কাজল সরকার, যুগ্ম সম্পাদক রেবতী সাহা, সুদেব ঘোষ, সাংগঠনিক সম্পাদক অলোক মহন্ত, উৎপল ঘোষ, পুজা উদযাপন পরিষদের নেতা রতন মুর্খাজী, ডাঃ বিপুল সরকার, অনিল গুপ্তা, চন্দন কুন্ডু, পিযুষ প্রামানিক সহ পুজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত