আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
 আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
                                    
                                    প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১৭:৪৪ | আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১৩:৩৫
 
                                        
                                    বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এ বর্ধিত সভা হয়।
রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি প্রবীন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব কছিম উদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কুদরত-এলাহী কাজল, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, হুমায়ন কবির বাদশা, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জিআরএম শাহজাহান, মিজানুর রহমান বাবু, আবুল কাশেম, এ্যাডঃ ওয়াহেদুজ্জান, রফিকুল ইসলাম, মিহির সরকার, জাহাঙ্গীর আলম, ওবায়দুর রহমান শফি, উজ্জল হোসেন, গোলাম রব্বানী, যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মুন্টু, সেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন প্রমুখ।
সভায় আসন্ন ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয় এবং দলীয় সিদ্ধান্তের বাহিরে নৌকা মার্কার বিপক্ষের নির্বাচন ও নির্বাচনী প্রচারণা করলে তাদের দল থেকে অব্যাহতি বা বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            