আদমদীঘির সাংবাদিক হাসানের মাতা মর্জিনা বিবি আর নেই

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫২ |  আপডেট  : ৩০ নভেম্বর ২০২৪, ১৫:০৪

বগুড়ার আদমদীঘি সদর ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম আলতাফ আলী খন্দকারের স্ত্রী ও আদমদীঘি উপজেলা যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি খন্দকার মেহেদী হাসানের মা মর্জিনা বিবি বার্ধব্যজনিত কারনে চলে গেলেন না ফেরার দেশে (ইন্নলিল্লাহি..........রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে নাতি-নাতনীসহ বহু গুনগ্রাহি রেখে যান। 

তিনি ১৭ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার সকাল ১০টায় আদমদীঘি উপজেলা সদরের কাঁচা বাজারস্থ বাসায় সকলের মায়া ত্যাগ করে পরপারে পাড়িজমান। মরহুমের নিজ বাড়ী জিনইর গ্রামে ওই দিন বাদ মাগরিব তার জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন করা হয়। এদিকে সাংবাদিক মাতার মৃত্যুতে উপজেলায় বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা হাফিজার রহমান,গোলাম আম্বিয়া লুলু,খায়রুল ইসলাম,হারেজুজ্জামান হারেজ,বেনজির রহমান,গোলাম মোস্তফা,মিহির কুমার সরকার,মঞ্জুরুল ইসলাম,সাগর খান,আনোয়ার হোসাইন,হেদায়েতুল ইসলাম উজ্জল,সবুর খান,আব্দুল মোত্তালিব মতি শোক জ্ঞাপন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত