আদমদীঘির বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ২০:২৪ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪
বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা বদলী হওয়ায় আদমদীঘি অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। বুধবার দুপুরে উপজেলা হলরুমে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা পরিষদ, অফিসার্স ক্লাব,উপজেলার সকল দপ্তর প্রধান,থানা পুলিশ,রাজনৈতিক দল,পুজা উদযাপন পরিষদ,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পক্ষ থেকে। সংবর্ধনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন,বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু,মহিলা ভাইস চেয়ারমান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,ওসি রেজাউল করিম রেজা প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত