আদমদীঘিতে ৯ হাজার ৯৭জনকে পাবে ভিজিএফ’র চাল

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ১৯:৪১ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৪, ০৪:১৬

আসন্ন পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে করোনা কালীন সময়ে খাদ্য সহায়তার আওতায় অতিদরিদ্র পরিবারের মাঝে কার্ড প্রতি ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরনের কর্মসূচী গ্রহন করা হয়েছে। এবার বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়নে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে ৯ হাজার ৯৭জন কার্ড ধারী দরিদ্র পরিবারকে ৯০ মেট্রিক টন ৯৭০ কেজি ভিজিএফ’র চাল দেয়া হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন জানান, আদমদীঘি উপজেলায় প্রায় ৪৫হাজার অতিদরিদ্র ও দুস্থ্য পরিবার রয়েছে। এদের মধ্যে অনেকেই বয়স্কভাতা, বিধবা ভাতা সহ অন্যান্য ভাতাদি পাচ্ছে। এদের মধ্যে যেসব পরিবার ভাতা সহ অন্যান্য সুযোগ থেকে বঞ্চিত তাদের মাঝে এই চাল বিতরন করা হবে। এবারের ঈদে এই উপজেলার ৬টি ইউনিয়নে ৯ হাজার ৯৭ কার্ডের অনুকুলে ৯০ মেট্রিক টন ৯৭০কেজি ভিজিএফ’র চাল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ১৭২০জন, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ১৬৫৫জন, সান্তাহার ইউনিয়নে ১৪০৬জন, নশরৎপুর ইউনিয়নে ১৫৮৫জন, কুন্দগ্রাম ইউনিয়নে ১৩৭৫জন এবং চাঁপাপুর ইউনিয়নে ১৩৫৬জন কার্ডধারীর মাঝে ভিজিএফ এর চাল বিতরন করা হবে। সুষ্ঠভাবে চাল বিতরনের জন্য এক জন করে তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বলে চেয়ারম্যানরা জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত