আদমদীঘিতে ৩ মাদক সেবীর বিনাশ্রম কারাদন্ড

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

প্রকাশ: ২৪ মে ২০২১, ২০:৩১ |  আপডেট  : ৫ মে ২০২৫, ০৮:৪৫

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তিন জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার সকালে সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার সান্তাহার নতুন বাজার মহল্লার সিদ্দিকুর রহমানের ছেলে মিজু আহম্মেদ (৩৬), একই এলাকার মৃত:-হাফিজার রহমানের ছেলে রাশেদুল ইসলাম আজাদ (২৫) ও ইয়ার্ড কলোনীর আবু রায়হানের ছেলে জুম্মুন আলী (২৫)। পরে দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও  ৫শত টাকা জরিমানা করেন।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তিন জন কে সান্তাহার পৌর শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্তদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত