আদমদীঘিতে ২৬৮ বোতল রেক্টিফাইভ স্পিরিটসহ দুইজন গ্রেপ্তার
প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ০৮:২৬ | আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৬:৪৬
বগুড়া র্যাব-১২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির কুন্দ্রগ্রাম বাজারে ঔষধের দোকানে তল্লাশি চালিয়ে ২৬৮ বোতল রেক্টিফাইভ স্পিরিটিম, দুটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার সহ দুই মাদক ব্যবসায়ী ওয়াহেদ আলী ও আলম আলী আকন্দ নামের দুইজনকে গ্রেফতার করেছেন র্যাব-১২।
মামলা সুত্রে জানা যায়, গত রবিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দ্রগ্রাম বাজারস্থ মনোয়ার প্লাজা হ্যানিমান হোমিও ফার্মেসীতে নেশা জাতীয় রেক্টিফাইভ স্পিরিটি বিক্রয় করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে হোমিওপ্যাথিক মেডিসিন বোতলে মোড়ানো ২৬৮ বোতল রেক্টিফাইভ স্পিরিটি, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারসহ কুন্দ্রগ্রামের চেঁচুয়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে ওয়াহেদ আলী ও চাঁপাপুর এলাকার হোসেন আলীর ছেলে আলম আকন্দকে গ্রেফতার করে। স্পেশাল কোম্পানী র্যাব- ১২ বগুড়ার নায়েব সুবেদার জেসিও আখতারুজ্জান বাদী হয়ে গতকাল সোমবার আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।
র্যাব-১২ আরোও জানায়, চলতি বছরে বগুড়ায় বিষাক্ত রেক্টিফাইভ স্পিরিট ৯০% এ্যালকোহল ইথানল মিশ্রন পান করে ১৮ জন ব্যক্তি মৃত্যুবরন করেছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ২৬৮ বোতল রেক্টিফাইফ উদ্ধার সহ মামলার বিষয়টি নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত