আদমদীঘিতে ১৬টি গাছ কেটে নিয়েছে বিধবা মহিলার
 আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
                                    
                                    প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১৭:৪৬ | আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ২২:০৬
 
                                        
                                    বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কুসুম্বী গ্রামে এক অসহায় বিধবা মহিলার ১৬টি মূল্যবান ইউক্যালিপ্টাস গাছ কেটে নিয়ে কাঠ গুলি বিক্রি করে দিয়েছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে বিধবা রওশন আরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা গেছে, বিধবা রওশন আরা গত ১২ ডিসেম্বর বাড়িতে না থাকার সুযোগে পাশের বাড়ির মৃত ইসমাইল হোসেনের ছেলে হারুন সহ তার লোকজন প্রায় ৩০ বছর বয়সী ইউক্যালিপ্টাসের ১৬টি গাছ কেটে নিয়ে যায়। পরদিন বাড়িতে ফিরে রওশন আরা প্রতিবাদ করলে প্রতিপক্ষ হারুন সহ তার লোকজন মারমুখী হয়ে উঠে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গতকাল শনিবার থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিনের সাথে এ প্রতিনিধি কথা হলে তিনি অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছ গুলি উদ্ধারের চেষ্টা চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            