আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ 

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ২০:০৩ |  আপডেট  : ১৩ মে ২০২৫, ০৪:৩৮

বগুড়ার আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় আহত আমিন হোসেন (১৪) নামের এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বগুড়া শজিমেক হাসপাতালে মৃত্যুবরণ করেছে। 

পুলিশ জানায়, আদমদীঘির সিহারী গ্রামের সাগর হোসেনের ছেলে আমিন হোসেন গত ২২ জুলাই বৃহস্পতিবার বাড়ী থেকে সাইকেলযোগে আদমদীঘি বাজারে আসার পথে বগুড়া-নওগাঁ মহাসড়কের শিবপুর নামকস্থানে পৌছলে পিছন থেকে একটি অজ্ঞাত মাইক্রোবাসের ধাক্কায় গুরুত্বর আহত হয় আমিন। 

স্থানীয়রা আহত আমিনকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করলে সেখানে চিকিৎসাধীন অবস্থাঃয় গত মঙ্গলবার মারা যায়। এব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। থানার এসআই রাকিব হোসেন বলেন, সড়ক দূর্ঘটনায় আমিনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত