আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীর মৃত্যু, আহত ১৩ জন চিকিৎসাধীন
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ১৮:৩৩ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২০:০১
বগুড়ার আদমদীঘিতে পিকআপ ভ্যান ও ব্যাটারী চালিত অটোচার্জার (টমটম) মুখোমুখি সংঘর্ষে আহত আরজুমান আরা (৪৩) নামের এক নারী মারা গেছে। সংর্ঘষে অটোচার্জার চালক রুবেল হোসেন, পিকআপ চালক বাবু হোসেন, আটোচার্জার যাত্রী আরজুমান আরা, শাহনাজ বেগম সহ মোট ১৪জন আহত হয়। গুরুত্ব আহত আরজুমান আরা বেগম শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে মারা গেছে। মৃত আরজুমান আরা বেগম উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর দীঘিরপাড়ার সাজেদুল ইসলাম দিদার এর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বগুড়ার মহাস্থান থেকে একটি পিকআপ গাড়ী যাত্রী নিয়ে নওগাঁ অভিমুখে আসার পথে আদমদীঘি উপজেলার সদরের শিবপুর ফায়ার সার্ভিসের সামনে বিপরীত দিক আসা মুরইল গামী একটি ব্যাটারী চালিত অটোচার্জার(টমটম)এর সাথে গত শুক্রবার সন্ধ্যায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় অটোচার্জার ও পিকআপ ভ্যানের চালক ও যাত্রী সহ ১৪ জন আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এদের মধ্যে গুরুত্বর ৪ জনকে নওগাঁ ও বগুড়া শজেমিক হাসপাতালে স্থানান্তর করা হয়। গুরুত্বর আহতদের মধ্যে অটোচার্জার যাত্রী আনজুমান আরা নামের নারী নওগাঁ সদর হাসপাতালে শুক্রবার রাতে মারা গেছে। আদমদীঘি থানার উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন,সড়ক দূর্ঘটনায় আহত নারী আরজুমান আরা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত