আদমদীঘিতে স্বামীর ৮ ঘন্টা পর স্ত্রীও ঢলে পড়ল মৃত্যুর কোলে

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৪ |  আপডেট  : ১৩ মার্চ ২০২৫, ২১:২১

বগুড়ার আদমদীঘি উপজেলার নিমাইদীঘি গ্রামে স্বামী খন্দকার আবুল কালাম আজাদ (৮৫)’র ৮ ঘন্টা পর তার স্ত্রী রাশেদা খাতুন (৭৭)ও ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। জানা গেছে, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামের বাসিন্দা অবসর প্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী রাশেদা খাতুন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এমন অবস্থায় গত রবিবার সন্ধ্যা রাত পৌনে ৭টায় আবুল কালাম আজাদ মৃত্যুবরণ করেন। এর ৮ ঘন্টা পর রাত সাড়ে ৩টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তাঁর স্ত্রী রাশেদা খাতুন। ওই দম্পতির ছেলে উপজেলার সান্তাহার বীর বিক্রম শহিদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজের শিক্ষক খন্দকার রুহুল আমিনের সহকর্মীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এঘটনায় ওই গ্রামসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার জানার পর অনেককে বলতে শোনা যায়, বার্ধক্য বয়সে স্বামী ও স্ত্রীর মৃত্যুর এমন সৌভাগ্যের ঘটনা সাধারণত দেখা যায় না। এদিন বাদ যোহর এক দাঁড়ানোতে দুইজনের আলাদা নামাজে জানাজা শেষে পারিবারীক করবস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত