আদমদীঘিতে শেখ রাসেল দিবস পালিত
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ১৯:২৫ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৩:৩১
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি পালন কল্পে উপজেলা চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পন,র্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,ওসি রেজাউল করিম,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,নাজিমুল হুদা খন্দকার,ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু,সাংবাদিক হাফিজার রহমান প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়। অপরদিকে আওয়ামীলীগ ও শেখ রাসেল স্মৃতি সংঘের আয়োজনে আদমদীঘি বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কর্তন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত